হোম > সারা দেশ > সিলেট

বিশ্বনাথে খালে ডুবে শিশুর মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সিলেটের বিশ্বনাথে খালের পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার নকিখালী এলাকায় লিলু মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ফাহিমা। সে বানিয়াচং থানার যাত্রাবাসা গ্রামের আবিদুর ইসলাম সাগরের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ওই শিশু পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে একটি খালের পাড়ে খেলতে গিয়ে হঠাৎ করে পা পিছলে খালে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি শেষে পরিবারের লোকজন খালের পানিতে তার লাশ ভেসে উঠতে দেখে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আবিদুর ইসলাম সাগর জানান, তিনি দীর্ঘদিন ধরে এ কলোনিতে বাস করছেন। সকাল ১০টার দিকে তার মেয়ে ফাহিমাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। পরে বেলা ১১টার দিকে কলোনির পাশে খালে মেয়ের লাশ ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুন মিয়া বলেন, শিশু ফাহিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত পানিতে পড়ে শিশুর কোনো খবর পাইনি, তবে খবর নিয়ে দেখছি।’

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি