হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে ডিবির অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তার জুয়েল মিয়া। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধরাবপুর এলাকার আহমদপুর হাই স্কুলের দক্ষিণ পাশে এক আমবাগান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুয়েল মিয়া (৪০) মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আউশ মিয়ার ছেলে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী ও আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানায় ডিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে ডিবির এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ডিবির দল আগে থেকে সেখানে ওত পেতে ছিল। ভারত থেকে গাঁজা নিয়ে আসার সময় একদল মাদক পাচারকারীকে ধাওয়া দেয় ডিবি। সবাই পালিয়ে গেলেও জুয়েল মিয়াকে আটক করা সম্ভব হয়।

হবিগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, অভিযানে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে ইতিমধ্যে ৮-১০টি মাদক ও ডাকাতি মামলা চলমান রয়েছে। এ ছাড়াও সে এক মামলায় পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি। এখন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট