হোম > সারা দেশ > সিলেট

পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিখোঁজের তিন দিন পর ভেসে উঠেছে জুবেলের মরদেহ। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পূর্ব পাশের মাঝ নদীতে লাশটি ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

জুবেল আহমদ (২১) কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের সামছুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাতে ধলাই নদীর কালাইরাগ এলাকা দিয়ে সাদা পাথর আনতে যান নিখোঁজ জুবেল ও তাঁর সহযোগীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাত ১২টার দিকে প্রবল ঢেউয়ে পাথরবোঝাই নৌকাটি ডুবে যায়। এ সময় তাঁর সহযোগীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও প্রবল স্রোতে তলিয়ে যায় জুবেল। অনেক খোঁজাখুঁজি করে তার সহযোগীরা সন্ধান পেতে ব্যর্থ হন। পরদিন মঙ্গলবার তাঁকে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। 

এদিন অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। পরে আজ শুক্রবার রাতে তাঁর লাশ ধলাই নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা উদ্ধার করে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, ধলাই নদীতে নিখোঁজ জুবেলের লাশ ভেসে উঠেছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে স্বজনেরা জুবেলের লাশ বলে চিহ্নিত করেছেন। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ