হোম > সারা দেশ > সিলেট

পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিখোঁজের তিন দিন পর ভেসে উঠেছে জুবেলের মরদেহ। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পূর্ব পাশের মাঝ নদীতে লাশটি ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

জুবেল আহমদ (২১) কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের সামছুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাতে ধলাই নদীর কালাইরাগ এলাকা দিয়ে সাদা পাথর আনতে যান নিখোঁজ জুবেল ও তাঁর সহযোগীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাত ১২টার দিকে প্রবল ঢেউয়ে পাথরবোঝাই নৌকাটি ডুবে যায়। এ সময় তাঁর সহযোগীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও প্রবল স্রোতে তলিয়ে যায় জুবেল। অনেক খোঁজাখুঁজি করে তার সহযোগীরা সন্ধান পেতে ব্যর্থ হন। পরদিন মঙ্গলবার তাঁকে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। 

এদিন অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। পরে আজ শুক্রবার রাতে তাঁর লাশ ধলাই নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা উদ্ধার করে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, ধলাই নদীতে নিখোঁজ জুবেলের লাশ ভেসে উঠেছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে স্বজনেরা জুবেলের লাশ বলে চিহ্নিত করেছেন। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত