সিলেট বিভাগীয় জোনাল সেটেলমেন্ট অফিসে নতুন অফিসার পদায়ন করা হয়েছে। সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মোহাম্মদ এমরান হোসেনকে নতুন সেটেলমেন্ট অফিসার হিসেবে সিলেট বিভাগীয় জোনাল সেটেলমেন্ট অফিসে বদলি করা হয়।
গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ টি এম শরিফুল আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন আজকের পত্রিকায় ‘সিলেট বিভাগীয় জোনাল সেটেলমেন্ট অফিস: যেন মধুর হাঁড়ি, বদলিতেও নেই চেয়ার ছাড়াছাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশের পরই নড়েচড়ে বসেন সংশ্লিষ্টরা।
এর আগে সিলেট বিভাগীয় জোনাল সেটেলমেন্ট অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের নামে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।