হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে দুই সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ইয়ারুল খান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার দুপুর দেড়টার দিকে মাধবপুর-চেঙ্গার বাজার সড়কের ঘিলাতলী নবন্না মোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে ঘিলাতলী নবন্না মোড়া এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী ইয়ারুল খান আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।