হবিগঞ্জের চুনারুঘাটে মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে জিতু মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
গতকাল বুধবার বিকেলে উপজেলার গোগাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিতু ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, গতকাল বিকেলে জিতু মিয়া বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যান। এ সময় একটি সাপ তাঁকে ছোবল দেন। তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল নেওয়া হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।
সাপের ছোবলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।