হোম > সারা দেশ > সিলেট

বিশ্ব রেকর্ড গড়া হলো না বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্রের, ৩৩ ঘণ্টা সাঁতরে অসুস্থ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সাঁতারে বিশ্ব রেকর্ড গড়া হলো না একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যের। ৮৩ কিলোমিটার সাঁতার কাটার পর অসুস্থতার কাছে হার মানতে হল এই বীর মুক্তিযোদ্ধাকে। গতকাল সোমবার সকালে সিলেটের থেকে ২৮৫ কিলোমিটার দূরত্ব পাড়ি দেওয়ার লক্ষ্যে সাঁতার শুরু করেছিলেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। 

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে সুনামগঞ্জ থানার রঙ্গারচর ইউনিয়নের হরিপাটি নামক স্থানের পার্শ্ববর্তী সুরমা নদীতে সাঁতার কাটা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে তাঁকে নৌকায় তোলা হয় এবং যাত্রা স্থগিত ঘোষণা দেওয়া হয়। 

এর আগে বিশ্ব রেকর্ড গড়তে সোমবার সকালে সিলেট থেকে সাঁতার শুরু করেছিলেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। নগরীর সুরমা কিনব্রিজ পয়েন্ট সংলগ্ন চাঁদনি ঘাট থেকে সাঁতার শুরু করেন। তাঁর ২৮৫ কিলোমিটার সাঁতরে কিশোরগঞ্জের ভৈরব বাজার ফেরিঘাটে পৌঁছানোর কথা ছিল। এতে প্রায় ৭০ ঘণ্টা সময় লাগতে পারে বলে তাঁর ধারণা ছিল। এই দূরত্ব সাঁতরে যেতে পারলে টানা সাঁতারের বিশ্ব রেকর্ড হতো বলেও জানিয়েছিলেন ক্ষিতীন্দ্র। 

মঙ্গলবার তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধারের পর চিকিৎসকদের বরাত দিয়ে সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার আজকের পত্রিকাকে জানান, যেহেতু বৃষ্টি হয়েছিল আর নদীর পানি প্রচুর ঠান্ডা তাই আজ সকাল থেকেই ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, অক্সিজেন লেভেল ৮৫ তে ছিল। আমরা বারবার অনুরোধ করলেও উনি ওনার গন্তব্যে যাওয়ার প্রত্যয়ে সাঁতার চালিয়ে গেলেও অবশেষে শরীরের কাছে হার মানতে হয়েছে। উনি প্রায় ৩৩ ঘণ্টা সাঁতার কেটে ৮৩ কিলোমিটার জলপথ পাড়ি দিয়েছেন। পরে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান সিভিল সার্জন। 

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত