হবিগঞ্জ শহরের অনন্তপুরে ছাদ থেকে পড়ে সুবায়েল মিয়া (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
নিহত সুবায়েল সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদির মিয়ার ছেলে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, দুপরে অনন্তপুর এলাকায় আলমগীর মিয়ার প্লেটে কাজ করছিলেন সুবায়েলসহ কয়েকজন শ্রমিক। এ সময় অসাবধানতাবশত তিন তলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।