মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে স্বর্ণা দেব নামে এক নারী (৩০) নিহত হয়েছেন। তাঁর বাবার বাড়ি কমলগঞ্জ পৌরসভার গোপালনগর গ্রামে এবং তাঁর বিয়ে হয় কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায়। আজ শনিবার (২৯এপ্রিল) সকাল ৮টার দিকে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে রেললাইনের লেভেল ক্রসিংয়ে তিনি ট্রেনে কাটা পড়েন।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার উপপরিদর্শক পবিত্র কুমার বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, স্বর্ণা দেব মানসিক প্রতিবন্ধী ছিলেন।’
কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনের মাস্টার কবির আহমদ জানান, আজ সকাল সোয়া ৮টার দিকে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে রেললাইনের লেভেলক্রসিং পার হচ্ছিল। এ সময় এই ট্রেনে কাটা পড়েন স্বর্ণা দেব। পরে খবর দেওয়া হলে শ্রীমঙ্গল রেলওয়ে থানার পুলিশ সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করেন।