হোম > সারা দেশ > হবিগঞ্জ

বাহুবলে ৭ ইউনিয়নে ৭৬ কেন্দ্রের ৫৬টিই ঝুঁকিপূর্ণ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

আগামীকাল সোমবার বাহুবলের সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট। উপজেলার ৭৬ কেন্দ্র প্রস্তুত। যথারীতি উপকরণ পৌঁছেছে। প্রার্থীরাও সেরে নিয়েছেন শেষ মুহূর্তের প্রচারণা। তবে উপজেলায় ৭৬টি কেন্দ্রের মধ্যে ৫৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেগুলোতে প্রয়োজন অনুযায়ী কঠোর নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা। 

এদিকে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিতব্য এই ভোটকে ঘিরে রয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। একেবারেই নতুন এই পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে নির্বাচন কমিশন গত শনিবার সব কটি কেন্দ্রে মক (প্রশিক্ষণ) ভোটের আয়োজন করলেও সাড়া মেলেনি ভোটারদের। 

জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নে সর্বমোট ভোটার ১ লাখ ৪০ হাজার ৭৭০ জন। এদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৭১২ জন এবং নারী ৬৮ হাজার ৫৪ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন চেয়ারম্যান, ১০২ জন সংরক্ষিত নারী সদস্য ও ৩২৬ জন সাধারণ সদস্য পদপ্রার্থী। 

উপজেলা নির্বাচন অফিস জানিয়েছে, আগামীকাল সোমবার সুষ্ঠুভাবে ভোটগ্রহণে কেন্দ্রগুলোতে মোট ১০ জন ম্যাজিস্ট্রেট, ৮০ জন বিজিবি সদস্য, ৪৩ জন র‍্যাব সদস্য, পুলিশ সদস্য ৮৬০ জন ও আনসার বাহিনীর ১ হাজার ২৯২ জন সদস্য দায়িত্ব পালন করবেন। 

এ ছাড়া ইভিএম মেশিন পরিচালনায় অভিজ্ঞ দুজন করে অপারেটর প্রতিটি কেন্দ্রে এবং প্রতিতিন কেন্দ্রের জন্য একটি করে ইভিএম বিশেষজ্ঞ টিম টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। উপজেলার ৭৬টি কেন্দ্রের মধ্যে অতিঝুঁকিপূর্ণ ৩৪টি এবং ২২টিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ধরা হয়েছে। 

সাতটি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন স্নানঘাট ইউনিয়নে হারুন অর রশীদ (নৌকা), মো. তাজুল ইসলাম (আনারস), মো. মুদ্দত আলী অ্যাডভোকেট (মোটরসাইকেল), মনোরঞ্জন রায় (চশমা) ও মো. তোফাজ্জল হক (ঘোড়া)। পুঁটিজুরী ইউনিয়নে মো. মুদ্দত আলী (নৌকা), খোরশেদ আলম (ঘোড়া), শাহ ফয়জুল কবির (আনারস) ও মঈন উদ্দিন আরিফ (চশমা)। সাতকাপন ইউনিয়নে নারায়ণ চন্দ্র পাল (নৌকা), শাহ আবদাল মিয়া (লাঙল) মো. আব্দুর রেজ্জাক (আনারস), ফজলুল হক (ঘোড়া), আজিজুর রহমান তালুকদার (মোটরসাইকেল), মোহাম্মদ ছায়েদ আহম্মদ (দেওয়াল ঘড়ি)। বাহুবল ইউনিয়নে মো. রিফাত ইসলাম মুরাদ (নৌকা), নূর উদ্দিন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (লাঙল), আজমল হোসেন চৌধুরী (ঘোড়া) ও মো. কাজল তালুকদার (আনারস। লামাতাসী ইউনিয়নে সাইফুর রহমান জুয়েল (নৌকা), আ ফ ম উস্তার মিয়া তালুকদার (লাঙল), হাবিবুর রহমান চৌধুরী টেনু (চশমা), আব্দুল কাইয়ূম (চেয়ার), এস এম ফারুক (ঘোড়া) ও শাহীন মিয়া (আনারস)। মিরপুর ইউনিয়নে মো. সাইফুদ্দিন (নৌকা), ডা. মো রমিজ আলী (লাঙল), মো. নূরুল হক আছকির (আনারস), আব্দুল আউয়াল (মোটরসাইকেল), মো. শামিম আহমেদ (চশমা), মীর এ কে এম জমিলুননব্বী (টেবিল ফ্যান), মো. হেলাল মিয়া (অটোরিকশা), মো. আব্দুল মুতালিব রুবেল (ঘোড়া) ও মো. শামীম মিয়া (টেলিফোন)। ভাদেশ্বর ইউনিয়নে কামরুজ্জামান (নৌকা), মো. শাহাব উদ্দিন (হাতপাখা), মো. আব্দুর রউফ বাহার (চশমা), মো. তাজুল ইসলাম চৌধুরী (আনারস), মো. মাখন মিয়া (মোটরসাইকেল) ও মো. জুনায়েদ মিয়া (ঘোড়া)। 

বাহুবল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলার ৭৬টি কেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ধরে সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনী মাঠে চার স্তরের নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক কাজ করবে। আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ৪টা পর্যন্ত চলবে।’ 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট