হোম > সারা দেশ > সিলেট

কোম্পানীগঞ্জে তিন হাজার কেজি ভারতীয় চিনিসহ আটক ৩ 

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চোরাইপথে আসা তিন হাজার কেজি ভারতীয় চিনিসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ রনিখাই ইউনিয়নের পুর্ণাছগাম এলাকা থেকে আটক করা হয় তাঁদের। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

আটকেরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও গ্রামের শেখ উদ্দিন (৫১), আব্দুর রহিম (২১) ও মৌলভীবাজাররর রাজনগর উপজেলার কালাইগুল গ্রামের শাহ আরফিন (১৯)। 

পুলিশ জানায়, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রনিখাই ইউনিয়নের পুর্ণাছগাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় অবৈধ চিনি আনা ও বহন করার দায়ে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের কাছ থেকে ৬০ বস্তা (৩ হাজার কেজি) চিনি এবং চিনি পরিবহন কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করা হয়। 

এ ঘটনায় আজ সোমবার কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হলে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলায় আটক এই তিন ব্যক্তিসহ অজ্ঞাত আরও ১-২ জন রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জাতীয় নির্বাচনের আগে শাকসু না হলে শাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম