হোম > সারা দেশ > হবিগঞ্জ

শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, আহত ৫০ 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলায় দুই শিশুর ঝগড়াকে থেকে বড়দের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতেরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয়রা জানান, ওই গ্রামের আজিজুল ইসলামের শিশু (১২) সঙ্গে একই গ্রামের আফজাল মিয়ার ছেলের (১৩) তুচ্ছ ঘটনা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজন হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়। এর মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গুরুতর আহত অবস্থায় তকসির মিয়া, এনামুল হক, আখলাছ আহমেদ, মিনহাজ মিয়া, খোকন মিয়া, মিজানুর রহমান, আমজাদ আলি, হারুনুর রশীদ, সাইফুল ইসলাম, মোবারক মিয়া, মোসাব্বির মিয়া, খেলু মিয়া, ইদু মিয়া, রাজিউর রহমান, মামুন মিয়া, সাইকুল মিয়া, জমসেদ মিয়া, রোশন বেগম, মিজানুর রহমান, শিমুল আহমেদ, ওয়াহিদ মিয়া, রাসেল মিয়া, হায়দর আলী, মাইদুর রহমান, মফিজ উদ্দিন, আব্দুর রউফ, শরিফ উদ্দিন, শাহিন মিয়া, আজিজুল ইসলাম, শাহিন মিয়া, রুয়েল মিয়া, জিতু মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত