হোম > সারা দেশ > সিলেট

বিশ্বনাথে জামায়াত নেতার ওপর হামলায় সাবেক প্রতিমন্ত্রীসহ ১০৮ জনের নামে মামলা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে জামায়াত নেতা আমজদ আলীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার থানায় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে প্রধান আসামি করে ১০৮ জনের নামে এই মামলা করা হয়।

মামলা দায়ের হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমা প্রসাদ চক্রবর্তী। তিনি বলেন, ‘আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।’

গত ৪ আগস্ট বিশ্বনাথ পৌর শহরের আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী ও বিশ্বনাথ পৌর জামায়াতে ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আমজদ আলী নিজের বাড়ি থেকে ব্যবসাপ্রতিষ্ঠানে আসার পথে পৌর শহরের বাসিয়া সেতুর ওপরে মোটরসাইকেলের গতি রোধ করার অভিযোগ ওঠে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় তাঁর ওপর অতর্কিত হামলা করে এবং মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

গতকাল বুধবার বিশ্বনাথ থানায় ১০৮ জনের নামে মামলা করেন আমজদ আলী। এতে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার অন্যতম আসামিরা হলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ। এ ছাড়া বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী রয়েছেন বলে জানা গেছে।

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১