হোম > সারা দেশ > সিলেট

ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, কোল থেকে ছিটকে শিশু আহত

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তাঁর কোলে থাকা পাঁচ বছর বয়সী সন্তান গুরুতর আহত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ সোমবার সকালে সদর উপজেলার রাজটিলা নামক স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির হোসেন।

নিহত ওই নারীর নাম—রুসনা বেগম (৪০)। তিনি রাজটিলা গ্রামের মৃত মো. মছদ্দর মিয়ার মেয়ে।

স্থানীয়রা বলছে, উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের কাছাকাছি এলাকায় রেলসেতু পারাপারের সময় পারাবত ট্রেনের ধাক্কায় সেতুর নিচে পড়ে ঘটনাস্থলে রুসনা বেগমের মৃত্যু হয়। এ সময় তাঁর কোলে থাকা শিশু আবিদ ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, তাঁরা দূর থেকে দেখেছেন একজন মহিলা সন্তান নিয়ে রেলসেতু পারাপার হচ্ছেন। এ সময় হঠাৎ পেছন থেকে সিলেট অভিমুখী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ধীর গতিতে প্রবেশের সময় ওই নারীর সঙ্গে ধাক্কা লাগে। এ সময় নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ওই নারী।

এ বিষয়ে ভানুগাছ রেলওয়ের স্টেশনের মাস্টার কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রেলসেতু পারাপারের সময় ৫ বছরের এক শিশুকে নিয়ে ওই নারী দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় মা মারা গেলেও সঙ্গে থাকা ৫ বছরের শিশু প্রাণে বেঁচে গেছে। শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’

 তিনি আরও বলেন, ‘শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত