হোম > সারা দেশ > সিলেট

সম্পদ বেড়েছে শামীমের তবু এগিয়ে মজির

সিলেট প্রতিনিধি

দ্বিতীয় ধাপে ২১ মে অনুষ্ঠিত হবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। মোট ১২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী তিনজন। তাঁদের মধ্যে দুজন স্বশিক্ষিত ও একজন স্নাতক পাস। বাৎসরিক আয় ও অস্থাবর সম্পদে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন মজির উদ্দিন। আর বর্তমান উপজেলা চেয়ারম্যান শামীম আহমদের আয়, স্থাবর-অস্থাবর সম্পদ ও ঋণ সমানতালে বেড়েছে। মজির উদ্দিন ছাড়া বাকি দুজনের রয়েছে ব্যাংক ঋণ। প্রার্থীদের দাখিল করা হলফনামা ঘেঁটে এসব তথ্য জানা গেছে। 

সম্পদ ও ঋণ বেড়েছে শামীমের
কোম্পানীগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান শামীম আহমদ শামীম স্বশিক্ষিত ও ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ১১টি মামলা থাকলেও সেগুলো থেকে তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন। গত ৫ বছরে শামীম আহমদের আয়, স্থাবর-অস্থাবর সম্পদ ও ঋণ বেড়েছে। পাঁচ বছর আগে তাঁর বাৎসরিক আয় ছিল ১১ লাখ ৯৫ হাজার টাকা। বর্তমানে চার গুণ বেড়ে তা হয়েছে ৪৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা। অস্থাবর সম্পদ বেড়েছে ২ লাখ ১১ হাজার ৩৮৩ টাকা। বর্তমানে অস্থাবর সম্পদ ২০ লাখ ৭৭ হাজার ৯৯৬ টাকা, যা আগে ছিল ১৮ লাখ ৬৬ হাজার ৬১৩ টাকা। বর্তমানে শামীমের স্থাবর সম্পদ ৩ কোটি ৪৪ হাজার ৫০৩ টাকা। ব্যাংক ঋণ বেড়েছে ৭ গুণেরও বেশি। 

স্থাবর সম্পদ উল্লেখ করেননি মজির
স্নাতক পাস মজির উদ্দিন ব্যবসায়ী। ব্যবসা ও শেয়ার থেকে তাঁর বছরে আয় ৭৩ লাখ ৪৯ হাজার ৫৭৯ টাকা। তাঁর অস্থাবর সম্পদ রয়েছে ৬৬ লাখ ৭৫ হাজার ৫৫ টাকার। 

মনসুরের আয় ৪ লাখ, ঋণ ২৪ লাখ 
স্বশিক্ষিত আবুল মনসুর মো. রশীদ আহমদও ব্যবসায়ী। তাঁর বাৎসরিক আয় ৪ লাখ ২০ হাজার টাকা। অস্থাবর সম্পদ ১২ লাখ ৯৩ হাজার টাকা। আবুল মনসুরের স্ত্রীর অলংকার রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকার। মনসুরের ব্যাংক ঋণ রয়েছে ২৪ লাখ ৬৮ হাজার ৬৭ টাকা।

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬