হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় রিপন মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হন তাঁর ভাগনে অপর আরোহী জহিরুল ইসলাম। গতকাল শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার দরগা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
রিপন মিয়া মাধবপুর উপজেলার রামপুর গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে।
মাধবপুর থানার এসআই সামসুল আরেফিন জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে মৌলভীবাজারগামী এনা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং একটি অংশ বাসের নিচে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী রিপন মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া তাঁর ভাগনে জহিরুল ইসলাম গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় জহিরুল ইসলামকে ঢাকায় পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে করে বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া মরদেহ উদ্ধার করা হয়েছে।