হোম > সারা দেশ > সিলেট

দাম সামঞ্জস্যের আশ্বাসে দোকান খুলেছেন সিলেটের মাংস ব্যবসায়ীরা

সিলেট প্রতিনিধি

চার দিন পর সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়রের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন মহানগর মাংস ব্যবসায়ীরা। আজ সোমবার সকাল থেকে সকল মাংসের দোকান খোলা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক। এর আগে গতকাল রোববার রাত ১টার দিকে দোকান খোলার ঘোষণা দেওয়া হয়। 

আব্দুল খালিক বলেন, অন্য জেলার সঙ্গে দাম সামঞ্জস্য করে দেওয়া হবে বলে সিসিক মেয়রের আশ্বাসের প্রেক্ষিতে আজ থেকে মাংসের দোকান খোলা হয়েছে। মূল্য নির্ধারণ না হওয়া পর্যন্ত ক্ষতি হলেও ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করব। 

আব্দুল খালিক আরও বলেন, আগামীকাল মঙ্গলবার মাংস ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসে দাম নির্ধারণ করে দেবেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। 

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, রমজানে মানবিক দিন বিবেচনায় নিয়ে মাংস ব্যবসায়ীদের দাবির বিষয় নিয়ে বৈঠকে বসবেন মেয়র। অন্যান্য জেলার সঙ্গে সংগতি রেখে মাংসের দাম নির্ধারণ করে দেওয়া হতে পারে। তবে মেয়রের আশ্বাসের প্রেক্ষিতে আজ থেকে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন ব্যবসায়ীরা। 

উল্লেখ্য, প্রশাসন দাম নির্ধারণ করে দেওয়ার প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে গরু ও ছাগলের মাংস বিক্রি করবেন না বলে ঘোষণা দেন সিলেট নগরীর ব্যবসায়ীরা। এরপর থেকে সিলেটে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ ছিল।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত