হোম > সারা দেশ > হবিগঞ্জ

মাধবপুরে নৌকার প্রার্থীসহ ২৩ জনের জামানত বাজেয়াপ্ত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ৩ প্রার্থীসহ ২৩ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নে ৫৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩ জনই জামানত হারিয়েছেন।

নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সেই অনুযায়ী জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন-১ নম্বর ধর্মঘর ইউনিয়নের সাইফুর রহমান, ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের সৈয়দ আমানউল্লাহ, ৩ নম্বর বহরা ইউনিয়নের শাহ মো. আল আমিন, ৪ নম্বর আদাঐর ইউনিয়নের মো. আশেক মিয়া, মো. আল আমিন, মামুন মাহমুদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

৫ নম্বর আন্দিউড়া ইউনিয়নের আলফাজ আলীর, ৬ নম্বর শাহজাহাপুর ইউনিয়নের আবুল কালাম আজাদ, ৭ নম্বর জগদিশপুর ইউনিয়নের শেখ আব্দুল জলিল ও নাছির উদ্দিন খানের জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

৮ নম্বর বুল্লা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মো. সামীমুর রহমান, ৯ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের নৌকার প্রার্থী শেখ মোজাহিদ বিন ইসলাম ও একই ইউনিয়নের আজিজুর রহমান এবং সৈয়দ আদেল আহমেদ প্রিন্স জামানত হারিয়েছেন।

১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়নে জামানত বাজেয়াপ্ত হয়েছে সবচেয়ে বেশি। ওই ইউনিয়নে জামানত হারানোরা হলেন—একেএম বায়েজিদ বোস্তামী, জিয়াউর রহমান, মো. সানিউর রহমান মানিক, রোকন মিয়া ও মহিবুর রহমান। এ ছাড়া ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. এখলাছ মিয়া ও জাপার কামরুজ্জান জামানত হারিয়েছেন। 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট