হোম > সারা দেশ > হবিগঞ্জ

শায়েস্তাগঞ্জে লকডাউনে ২৫টি মামলা ১৭ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১০ জন পথচারীকে ২৫টি মামলায় মোট ১৭ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম। 

জানা যায়, উপজেলার অলিপুর শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদীয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার, সুন্দরবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ হাজার, পাল ফার্মেসিকে ২০০, চৌধুরী ফার্মেসিকে ৩০০, দিগন্ত ফার্মেসিকে ৫০০, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজারের আল সোহাগ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১ হাজার এবং ১০ জন পথচারীকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ ছাড়া দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন উপজেলার পুরানবাজার, দাউদনগর বাজার, আলীগঞ্জ বাজার, নতুনব্রীজ, অলিপুর, পুরাই কলাবাজার, সুতাং বাজার, বাছিরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় আইন অমান্য করার অপরাধে বেঙ্গল ফুডকে ৭০০ টাকা, কাশফুলকে ৫০০ টাকা, অনিক হোটেলকে ৫০০ টাকা, আজগর হোটেলকে ২০০ টাকা, টুটুল টেলিকমকে ৪০০ টাকা ও মাস্ক না পরার অপরাধে রাজন মিয়াকে ১০০ টাকা, শান্ত দেবকে ১০০ টাকা, কাউছার মিয়াকে ১০০ টাকা, এমরান মিয়াকে ১০০ টাকা জরিমানা করেন। 

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত