হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ নেতার ওপর হামলা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শেষে ফেরার পথে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার ওপর হামলা হয়েছে। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান, সদস্য সাইদুল ইসলাম, রকি ও অন্তর।

আহত মাহদী হাসান বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ছিল। বিক্ষোভ শেষে আমরা রিকশাযোগে ফিরছিলাম। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাদের সঙ্গে হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব।’

মাহদী অভিযোগ করে বলেন, ‘নানা অনিয়মে জড়ানোর অভিযোগে কদিন আগে সাকিবকে বহিষ্কার করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়েই তিনি নিজের লোকজন দিয়ে এ হামলা করিয়েছেন। হামলার সময় জয় বাংলা স্লোগান দেওয়া হয় বিষয়টি ভিন্ন দিকে মোড় দেওয়ার জন্য। আমার মনে হয় না, এখন নিষিদ্ধ ছাত্রলীগ এত সাহস করবে।’

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, ‘হামলার খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়েছি। বিষয়টির তদন্ত চলছে। আহতরা জানিয়েছেন, এনামুল হক সাকিব নামের একজন হামলা করিয়েছেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি। অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

প্রত্যক্ষদর্শী ও সংগঠনটির নেতা-কর্মীরা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র-জনতার বিক্ষোভ শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি