সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে নিজ দলের প্রার্থীর বাইরে নৌকার পক্ষে ভোট চাওয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
আজ রোববার জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (২) এমএ রাজ্জাক খান স্বাক্ষরিত নোটিশে আগামী সাত কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে লিখিত জবাব জানানোর জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নোটিশের বিষয়টি আপনার কাছ থেকে জানলাম। এখনো পাইনি, পেলে যথাযথভাবে জবাব দেব।’