মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশ ইন হওয়া ১৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে নারী-শিশুও রয়েছে।
শুক্রবার (৩০ মে) ভোররাত ৪টার দিকে উপজেলার বাগীছড়া সীমান্ত এলাকা থেকে পাঁচজন এবং সকাল ৭টার দিকে চাম্পাছড়া সীমান্ত এলাকা থেকে আরও ১৪ জনকে আটক করে বিজিবির টহল দল।
আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে বাগীছড়া ও চাম্পাছড়া বিওপিতে রাখা হয়েছে এবং তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।
বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ ভোরে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো ১৯ জনকে আমরা আটক করেছি। এর মধ্যে প্রথম ধাপে আটক হওয়া পাঁচজন কুড়িগ্রামের বাসিন্দা, যাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। বাকি ১৪ জনের তথ্য যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এ নিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, বড়লেখা ও কুলাউড়া সীমান্ত দিয়ে আসা মোট ৩০১ জনকে আটক করেছে বিজিবি।