সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে যাত্রীর কাছ থেকে ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। এ সময় আসা চার যাত্রীকে আটক করা হয়। আজ সোমবার সকাল ৯টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে থেকে তাঁদের আটক করা হয়।
সিলেট কাস্টমস এর উপকমিশনার মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় আটককৃতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জের শেখ মাওলানা আব্দুল জলিলের ছেলে মো. জাহিদ (৩২), সিলেটের কানাইঘাটের কায়স্তগ্রাম এলাকার আব্দুল আহাদের ছেলে মকবুল আলী (৪২), কানাইঘাটের কেউটি হাওর এলাকার মন্তাজ আলীর ছেলে বশির উদ্দিন (৬২) ও কানাইঘাটের বাশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ (২৮)।
আল আমিন বলেন, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৭ কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের দায়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
কাস্টমস কর্মকর্তারা আরও জানান, স্বর্ণ চোরাচালানবিরোধী শুল্কগোয়েন্দা ও কাস্টমস বিভাগ কাজ করছে। যারাই অবৈধভাবে স্বর্ণের চালান নিয়ে আসছেন তাঁদের আটক করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি ওসমানী বিমানবন্দর দিয়ে প্রায়ই অবৈধপথে স্বর্ণ দেশে আসছে। এর আগে গত ৮ নভেম্বর দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ৮টি বার ও একটি স্বর্ণের চাকতিসহ ছয় কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।