হোম > সারা দেশ > হবিগঞ্জ

হাওরে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের করচা গ্রামের নগরবাসী বৈষ্ণবের ছেলে রিপন বৈষ্ণব (২৮) ও কবিরপুর গ্রামের নীলকান্ত বৈষ্ণবের ছেলে বাবুল বৈষ্ণব (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন।

স্থানীয় ইউপি সদস্য মহানন্দ বৈষ্ণব জানান, সকালে গ্রামের জেলেরা নৌকা নিয়ে পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি শুরু হয়। বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

মহানন্দ বৈষ্ণব বলেন, রিপন বৈষ্ণবের আশপাশে অন্য জেলেরা থাকায় সঙ্গে সঙ্গে তাঁর লাশ বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু বাবুল বৈষ্ণবের সঙ্গে কেউ না থাকায় তিনি নিখোঁজ ছিলেন। দুপুর ১২টার পরও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে হাওরে খুঁজতে যান। একপর্যায়ে হাওরে নৌকার ওপর তাঁর মরদেহ পাওয়া যায়।

মহানন্দ বৈষ্ণব আরও জানান, বানিয়াচং থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশ গ্রামে এলেই লাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট