হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে ধর্ষণের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে তাজিম আহমেদ ফারছু (২০) নামের এক ছাত্রলীগ গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা-পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার কাজিরখিল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

তাজিম আহমেদ ফারছুর বাড়ি উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল গ্রামে। তিনি সাটিয়াজুরী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী বলে নিশ্চিত করেছেন একই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দাদুর রহমান আব্দাল। 

পুলিশ জানায়, প্রতিবন্ধী মেয়েটিকে গত ৩–৪ মাস ধরে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে ফারছু। ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পরে। বিষয়টি পরিবার জানতে পেরে ফারছুর পরিবারকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু তাঁর পরিবার সম্মতি না দেওয়ার মেয়ের বাবা গতকাল সোমবার সকালে চুনারুঘাট থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যে রাতে নিজ বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করে। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, সোমবার সকালে ধর্ষণের অভিযোগে প্রতিবন্ধী মেয়ের পিতা চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার দিন রাতেই অভিযান চালিয়ে আসামি ফারছুকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর