হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে পোষা হাতির আঘাতে মাহুতের মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারে নিজের পোষা হাতির আঘাতে একজন মাহুতের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। জেলার সংরক্ষিত জুড়ী বন এলাকা থেকে কুলাউড়ায় ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় ‘আমীর বাহাদুর’ নামে পোষা হাতির আঘাতে তাঁর মৃত্যু হয়। 

গতকাল রোববার সন্ধ্যায় ফুলতলা ইউনিয়নের রাঘনা সংরক্ষিত বন এলাকায় হাতির আঘাতে গুরুতর আহত হন মাহুত রাসেল মিয়া (৪০)। পরে রাতে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

রাসেল কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের বাসিন্দা। হাতিটির মালিক এম এ রহমান আতিক কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। 

জুড়ী বন বিভাগ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, পুরুষ হাতিটি সাধারণত রাঘনা বনে বিচরণ করে। বনের বাঁশ ও গাছপালার ক্ষতি করায় সম্প্রতি বন বিভাগের পক্ষ থেকে হাতিটিকে সরিয়ে ফেলতে মালিককে জানানো হয়। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহুত রাসেল হাতিটি নিয়ে হেঁটে মালিকের বাড়ি কুলাউড়ার কর্মধায় ফিরছিলেন। পথে হঠাৎ হাতিটি মাথা দিয়ে রাসেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে রাসেল ছিটকে পাথরের ওপর পড়েন। পাথরে আঘাত লেগে রাসেলের মাথার পেছনের অংশ থেঁতলে যায়। পরে স্থানীয়রা রাসেলকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

হাতিটির মালিক এম এ রহমান আতিক আজকের পত্রিকাকে বলেন, ‘হাতিটি পুরুষ হাতি এবং নাম আমীর বাহাদুর। জুড়ীর সংরক্ষিত বনের ক্ষতি করছে খবর পেয়ে হাতিটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য মাহুতকে (রাসেল) পাঠিয়েছিলাম। সন্ধ্যায় দুর্ঘটনার খবর পাই। হাতিটি রাঘনা বনের ভেতরে ঢুকে পড়েছে।’ 

বন বিভাগ জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনার বিষয়টি মৌলভীবাজারের বন্য প্রাণী বিভাগের লোকজনকে অবগত করা হয়েছে। 

এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কুলাউড়া হাসপাতাল থেকে উদ্ধার করে আজ (সোমবার) মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তারেক রহমানের জনসভা: মিছিলের নগরী সিলেট

সিলেটে বিএনপির সমাবেশ শুরু

কানায় কানায় পূর্ণ মাঠ, প্রস্তুত মঞ্চ, অপেক্ষা ‘সিলেটের জামাইয়ের’

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জাতীয় নির্বাচনের আগে শাকসু না হলে শাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি