সিলেটের দক্ষিণ সুরমায় বাবুল মিয়া (৫২) নামে এক বৃদ্ধ দা দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। আজ রোববার উপজেলার বেটুয়ারমুখ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই বৃদ্ধ একই গ্রামের মৃত গনাই মিয়ার ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাবুল মিয়ার পরিবারের বেশির ভাগ সদস্য শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, তিনিও প্রতিবন্ধী ছিলেন। রোববার ভোরে ঘরে থাকা দা দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেন। স্থানীয় গণ্যমান্য লোকজনের পরামর্শে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়েছে।’ ু