হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্বশুরবাড়িতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

ইকবাল মিয়া। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে শ্বশুরবাড়িতে গিয়ে নিখোঁজ ইকবাল মিয়া (৩০) নামের এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার উপজেলার রেলগেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

এর আগে শনিবার বিকেলে ইকবাল হোসেন নিখোঁজ হন। পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে রেললাইনের ওপর লাশ রেখে গেছে।

ইকবাল হোসেন উপজেলার রহিমপুর ইউনিয়নের বরচেগ গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে।

জানা যায়, আজ সকালে উপজেলার রেলগেটের পাশে স্থানীয়রা একটি খণ্ডিত লাশ দেখতে পান। পরে ঘটনাটি জানাজানি হলে ইকবালের পরিবার এসে লাশটি শনাক্ত করেন। ঘটনাস্থল থেকে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার ইকবাল কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে শ্বশুরবাড়িতে যান। শ্বশুরবাড়ির লোকজন বলছেন, সেখান থেকে গতকাল বিকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এর পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ইকবালের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়।

এ ছাড়া পরিবারের পক্ষ থেকে থানায় সন্ধান চেয়ে জিডি করা হয়েছে। ইকবালের মরদেহ পাওয়ার পর পরিবার ঘটনাটিকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করছেন।

ইকবালের ভাই সালমান আহমেদ বলেন, ‘আমার ভাইয়ের বিয়ের পর থেকে পরিবারে অশান্তি ছিল। যে মেয়েকে বিয়ে করেছে, তার আগে থেকেই অন্য ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। এই মেয়েই আমার ভাইকে হত্যা করিয়েছে। গতকাল শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়েছে কি না, আমরা জানি না।’

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, গতকাল নিহত ইকবালের বাবা থানায় এসে একটা জিডি করে গেছেন। যে বিকেল থেকে তাঁর ছেলেকে পাওয়া যাচ্ছে না।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘আমরা রেললাইন থেকে লাশ উদ্ধার করেছি। মৃতদেহ থেকে পাগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। পুরো শরীর ছিন্নভিন্ন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, সেটি ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর জানা যাবে।’

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত