হোম > সারা দেশ > সিলেট

সপ্তম শ্রেণির ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগ নেতার ছেলে আহমদ আল আবীর (১৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার শ্রীধরা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

আহমদ আল আবী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য নোমান আহমদের ছেলে। সে খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয় লোকজন জানান, গতকাল ঘরের দরজা বন্ধ পেয়ে তাকে অনেক ডাকাডাকি করা হয়েছে। কিন্তু কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা খুলে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় ঘর থেকে আহমদ আল আবীর ট্যাব জব্দ করে পুলিশ। 

আবীর বাবা বলেন, পরিবারের সবাই আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে একা ছিল আবী। আবী মোবাইল গেমের প্রতি আসক্ত ছিল। পুলিশ ধারণা করছে, সে গেম খেলা থেকে আত্মহননের পথ বেছে নিয়েছে। 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার বিষয়টি স্পষ্ট। তবে কী কারণে সে আত্মহনন করেছে সেটি ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। 

ওসি আরও বলেন, ওই স্কুলছাত্রের পরনে ছিল তার বড় বোনের পায়জামা, কামিজ ও ওড়না। ঝুলন্ত অবস্থায় তার মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল।

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬