হোম > সারা দেশ > সিলেট

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই চিনিসহ আটক ৭

সিলেট প্রতিনিধি

সিলেটে এবার প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চিনিসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পৃথক অভিযানে সিলেটের বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ভারতীয় চিনি বহন কাজে ব্যবহৃত সাতটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে অবৈধ ভারতীয় চিনিভর্তি ৬টি ট্রাক আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছয়টি ট্রাকের মধ্যে আনুমানিক ১ লাখ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এ সময় ওই ট্রাকগুলোতে থাকা পাঁচজনকে আটক করা হয়। পরে ওই ট্রাকগুলো জব্দ করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন-পাবনার সুজানগরের মৃত রহিম প্রমানিকের ছেলে মো. হাফিজুর রহমান (২৭), রাজশাহীর চারঘাটের মো. আত্তার আলীর ছেলে মো. শিমুল হক (২৯), নাটোর সদরের মো. রমজান আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), পাবনা সদরের বাদল প্রামানিকের ছেলে মো. রফিক হোসেন (৩২) ও মো. সিরাজ সিরাইর ছেলে মো. হাফিজুর রহমান (২৮)। 

এদিকে, একই সময় শাহপরাণ (রহঃ) থানা এলাকার সুরমা গেটে পুলিশের চেকপোস্ট দেখে একটি গাড়ি বিপরীত দিকে ঘুড়িয়ে দ্রুত গতিতে বটেশ্বর দিকে চালিয়ে যেতে থাকে। তখন পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে জালালাবাদ ক্যান্টনমেন্টস্থ বোর্ড স্কুলের সামনে আটকায়। হলুদ রঙের ওই ট্রাকের ভেতরে পলিথিনের ত্রিপল দিয়ে মোড়ানো ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যেগুলোর প্রতি বস্তায় ৪৯ কেজি করে মোট ১৯ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫২ হাজার টাকা। 

তখন ওই ট্রাকচালক পাবনা সদরের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও সহকারী ওই এলাকার জাহান শেখের ছেলে শাকিল শেখকে (২০) আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জব্দকৃত চিনির মালিক জৈন্তাপুর উপজেলার হরিপুরের পলাতক সালমান (৩০) বলে জানায়। 

অপরদিকে, গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বন্দরবাজারের কালিঘাটের কালিমন্দিরের পার্শ্ববর্তী গলিতে থাকা একটি পিকআপ থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি আটক করে কোতোয়ালী থানা পুলিশ। যেগুলোর বাজারমূল্য ৩ লাখ ২৩ হাজার ৪০০ টাকা। প্রতিটি বস্তায় ৪৯ কেজি করে চিনি ছিল। এই পিকআপটি নীল ও সাদা রঙের ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় পেয়ে উদ্ধার করা হয়। এ সময় পিকআপটি রেখে গাড়িটির চালক এবং অপর একজন আসামি দৌড়ে পালিয়ে যায়।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট