সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত মুখ সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে ধরাশায়ী হলেন বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে হবিগঞ্জ-৪ আসন গঠিত। এই আসনে ৮ জন প্রার্থী ছিলেন।
এ ছাড়া অপর ছয় প্রার্থী হলেন আবু ছালেহ (ইসলামী ঐক্য জোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল মমিন (বাংলাদেশ কংগ্রেস), মো. মোখলেছুর রহমান (বিএনএম), মো. রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট), সৈয়দ মো. আল আমিন (বাংলাদেশ কংগ্রেস)। এই আসনের মোট ভোটার ৪ লাখ ২৭ হাজার ৫৫৭ ভোট। মোট কেন্দ্র ছিল ১৭৭টি।