হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে পল্লি চিকিৎসক আফজালুর রহমান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কালিকাপুর গ্রামের সালাউদ্দিন ও তার ভাই জসিম উদ্দিন, একই উপজেলার বহরা গ্রামের রফিজ উদ্দিন, আজিজুর রহমান ও আক্তার মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।  

বাদী পক্ষের আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। 

আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা পল্লি চিকিৎসক আফজালুর রহমানের সঙ্গে আসামিদের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এরই জের ধরে আসামিরা ২০০৬ সালের ২১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় বাজার থেকে ফেরার পথে ধরা ছড়া ব্রিজ এলাকায় আফজালুরকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে মারা যান আফজালুর রহমান। 

পরদিন ২২ মার্চ নিহতের স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে ২৩ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট