হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে পল্লি চিকিৎসক আফজালুর রহমান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কালিকাপুর গ্রামের সালাউদ্দিন ও তার ভাই জসিম উদ্দিন, একই উপজেলার বহরা গ্রামের রফিজ উদ্দিন, আজিজুর রহমান ও আক্তার মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।  

বাদী পক্ষের আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। 

আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা পল্লি চিকিৎসক আফজালুর রহমানের সঙ্গে আসামিদের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এরই জের ধরে আসামিরা ২০০৬ সালের ২১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় বাজার থেকে ফেরার পথে ধরা ছড়া ব্রিজ এলাকায় আফজালুরকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে মারা যান আফজালুর রহমান। 

পরদিন ২২ মার্চ নিহতের স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে ২৩ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা