হোম > সারা দেশ > সিলেট

গোয়াইনঘাটে কিশোরীর লাশ উদ্ধার

প্রতিনিধি

গোয়াইনঘাট (সিলেট): সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ইউনিয়নের তুড়ুকবাগ হাওরের ঘোড়ামারা গ্রাম থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত কিশোরীর নাম হোসনা বেগম (১৫)। সে স্থানীয় এলাকার আব্দুল জলিলের মেয়ে।

সালুটিকর পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, গত শুক্রবার রাতে নিহত হোসনা প্রতিদিনের মতো পরিবারের সঙ্গে ইফতার করে নিজের শয়নকক্ষে যায়৷ তার বাবা স্থানীয় মুন্সির বাজারে তাঁর স্ত্রীর জন্য ওষুধ আনতে যান। পরে ঘরে এসে মেয়েকে রুমে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে মেয়েকে বাড়ির পশ্চিম পাশে বাঁশ ঝাড়ের মধ্যে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে তিনি সালুটিকর পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত হোসনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খাঁন বলেন, নিহত কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ বলেন, নিহত ওই কিশোরী ধর্ষিত হয়েছে কি না, ময়নাতদন্ত শেষে তা জানা যাবে। এ বিষয়ে গোয়াইনঘাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে।

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জাতীয় নির্বাচনের আগে শাকসু না হলে শাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম