হোম > সারা দেশ > হবিগঞ্জ

‘অতিরিক্ত গতি’: হবিগঞ্জে হিরো আলমের গাড়ি আটকে ২৫০০ টাকা জরিমানা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

‘অতিরিক্ত গতিতে’ গাড়ি চালানোর অভিযোগে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এ জরিমানা করে হাইওয়ে থানা-পুলিশ। 

হাইওয়ে থানা-পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটে গাড়ি নেওয়ার জন্য আসছিলেন হিরো আলম। পথে শায়েস্তাগঞ্জ থানার উলুকান্দি রেল গেট এলাকায় আসলে উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ হিরো আলমের গাড়ি আটক করে। গাড়ির কাগজপত্র সঠিক পেলেও অতিরিক্ত গতি থাকার কারণে মামলা দিয়ে ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

হিরো আলমের গাড়ির ড্রাইভার আব্দুর রহমান জানান, পরিচয় দেওয়ার পরও পুলিশ তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করেছে। 

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভুইয়া বলেন, ‘শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ নিয়মিত ডিউটি হিসেবে তল্লাশির সময় মঙ্গলবার দুপুরে হিরো আলমের গাড়িটি আটক করা হয়। পরে কাগজপত্র সঠিক পেলেও অতিরিক্ত গতি থাকার কারণে মামলা দিয়ে ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।’ 

আইনানুযায়ী জরিমানা আদায় করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দেখে জরিমানা করা হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত