হোম > সারা দেশ > সিলেট

সিলেটে দাফনের ৬ মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নিহত সানি আহমদ। ছবি: সংগৃহীত

দাফনের ছয় মাস পর সিলেটের গোলাপগঞ্জে সানি আহমদ (২৪) নামে এক যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের শীলঘাট গ্রামের কবরস্থান থেকে মরদেহ তোলা করা হয়।

নিহতের পরিবারসূত্রে জানা যায়, সানি আহমদ গত ৪ আগস্ট গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, আদালতের নির্দেশে নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তদন্তকারীরা মরদেহটি উত্তোলন করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সময় সানি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক ইফতেখার আহমদ, সিআইডির একটি টিম ও গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।

মরদেহ উত্তোলনের পর নিহতের বাবা কয়ছর আহমদ বলেন, ‘সঠিক ও ন্যায়বিচারের আশায় আমার ছেলের মরদেহ উত্তোলন করা হয়েছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করছি।’

কবর থেকে সানি আহমদের লাশ তোলা হয়। ছবি: সংগৃহীত

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফফার কুটি বলেন, ‘সানিসহ উপজেলায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের হত্যার সঙ্গে জড়িতদের সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানাই।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে সাতজন নিহত হন। তাঁদের মধ্যে সানির মরদেহ প্রথম উত্তোলন করা হলো। সানি আহমদ হত্যার ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় দুটি মামলা রেকর্ড করা হয়েছে। প্রথমটি ২৭ আগস্ট সানির বাবা কয়ছর আহমদ দায়ের করেন আর দ্বিতীয় মামলা আদালতের নির্দেশে ১১ সেপ্টেম্বর রেকর্ড করা হয়।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত