হোম > সারা দেশ > হবিগঞ্জ

শায়েস্তাগঞ্জে ট্রাক্টরচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধ 

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়কে গাছ ফেলে প্রায় এক ঘণ্টা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

আজ বুধবার সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগৎপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম হান্নান মিয়া (২৫)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণচর গ্রামের আব্দুর রশিদের ছেলে। 

স্থানীয়রা জানান, আজ সকালে জগৎপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামেন হান্নান মিয়া। পরে তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মাটিবাহী একটি দ্রুতগামী ট্রাক্টর তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করে। 

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আরিফউজ্জামান আরিফ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসছি।’

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এখন সড়কে যান চলাচলও স্বাভাবিক আছে। 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট