হোম > সারা দেশ > হবিগঞ্জ

বড় ভাইয়ের হামলায় আনসার সদস্য নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলার পইলে জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে বড় ভাইয়ের হামলায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে।  এতে আহত হয়েছেন আরও চারজন। তাঁদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে।

নিহত ব্যক্তির নাম সঞ্জব আলী (৪০)। সে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের দালানহাটি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। সে বাংলাদেশ আনসার ভিডিপির সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৈতৃক সম্পত্তি নিয়ে নিহত আঞ্জব আলী ও তার বড় ভাই তৈয়ব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই ভাইয়ের তর্ক রূপ নেয় হাতাহাতিতে। একপর্যায়ে দুই ভাইয়ের স্ত্রী ও ছেলে মেয়েরা সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে সঞ্জব আলী ও তার ভাই তৈয়ব আলীসহ পাঁচজন আহত হন।

স্থানীয় মুরব্বিরা সংঘর্ষ নিয়ন্ত্রণ করে সঞ্জব আলীসহ বাকি আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সঞ্চব আলী মারা যান।

খবর পেয়ে সদর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। এর মধ্যে তৈয়ব আলী পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি রয়েছেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- ‘কি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়েছে তা এখনো নিশ্চিত জানা যায়নি। তবে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তবে তৈয়ব আলী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। সে সুস্থ হলেই মূল কারণ জানা যাবে।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট