হোম > সারা দেশ > সিলেট

৩ দিন আগে যুবকের বিয়ে, গাছে ঝুলন্ত লাশ মিলল ভারতে

সিলেট প্রতিনিধি

বিয়ের সাজে জাকারিয়া আহমদ। ছবি: সংগৃহীত

বিয়ের তিন দিনের মাথায় সিলেটের এক যুবকের ঝুলন্ত লাশ ভারতের অভ্যন্তরে পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা এলাকার ভারতের সীমান্তে তাঁর লাশ দেখতে পান স্থানীয়রা।

লাশ উদ্ধার যুবকের নাম জাকারিয়া আহমদ (২৩)। তিনি উৎমা সীমান্ত এলাকার লামাগ্রামের আলাউদ্দিন আলাইয়ের ছেলে।

জাকারিয়ার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার জাকারিয়া বিয়ে করেন। বৃহস্পতিবার ভোরে প্রস্রাব করার কথা বলে ঘর থেকে বের হন। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১১টার দিকে ভারতের অভ্যন্তরে জাকারিয়ার লাশ একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তাঁর লাশ সীমান্তের ১২৫৮ সীমান্ত পিলারের ভারতের অভ্যন্তরে ছিল। পরে স্থানীয় লোকজন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও থানায় খবর দেন।

সন্ধ্যা ৭টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ ভারত সীমান্তে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্ত পিলারের ওপারে বাংলাদেশি এক যুবকের লাশ দেখে স্থানীয়রা আমাদের জানিয়েছেন। এটি যেহেতু ভারত সীমান্তে পড়েছে, তাই কিছু আইনি জটিলতা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা খবর পেয়েছি, এখনো ঘটনাস্থলে যাইনি।’

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার