দৈনিক আজকের পত্রিকার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে আয়োজন করা হয় পদ্মা সেতুর ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গতকাল সোমবার বিকেলে ৪টায় শিশু-কিশোরদের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন চিত্রশিল্পী হিমাদ্রী লাল ধর। প্রতিযোগিতায় শ্রীমঙ্গলের ১৬ জন শিশু-কিশোর পদ্মা সেতুর ছবি আঁকে।
প্রতিযোগিতা শেষে সোমবার রাত ৮টায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। সাংবাদিক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ শ্রীমঙ্গলের সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শামীম আক্তার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রজত শুভ্র চক্রবর্তী, চারুকলা একাডেমির শিক্ষক হিমাদ্রী লাল ধর ও শিক্ষিকা মুন্নি শীল।
এ ছাড়া ছবি আঁকার জন্য উম্মে আহমেদ ওয়াসফিয়া, প্রথমা হাজরা, আশফাকুল আনোয়ার মুঈন, অভিজিৎ দেব, দীপশিখা দত্ত, আনিসা আনোয়ার মাহিয়া ও হিতৈষী চাকমাকে কলম উপহার দেওয়া হয়।