হোম > সারা দেশ > সিলেট

কোম্পানীগঞ্জে ১৫টি ক্রাশার মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

সিলেট প্রতিনিধি

কোম্পানীগঞ্জে ১৫টি ক্রাশার মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন। ছবি: আজকের পত্রিকা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫টি ক্রাশার মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ বুধবার উপজেলার পাড়ুয়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার।

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সিলেট সফরকালে অবৈধ পাথর উত্তোলন বন্ধ ও পাথর ভাঙার মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন।

এর পচর থেকে সিলেটের বিভিন্ন এলাকার ক্রাশার মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জ উপজেলায় ক্রাশার মিলে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালায় উপজেলা প্রশাসন।

কোম্পানীগঞ্জে ১৫টি ক্রাশার মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার বলেন, অবৈধ পাথর ভাঙার মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু হয়েছে। সব ক্রাশার মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এতগুলো ক্রাশার মিলে কীভাবে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, এটা বিদ্যুতের কর্তৃপক্ষ বলতে পারবে।

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা

তারেক রহমানের জনসভা: মিছিলের নগরী সিলেট

সিলেটে বিএনপির সমাবেশ শুরু

কানায় কানায় পূর্ণ মাঠ, প্রস্তুত মঞ্চ, অপেক্ষা ‘সিলেটের জামাইয়ের’

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জাতীয় নির্বাচনের আগে শাকসু না হলে শাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা