হোম > সারা দেশ > মৌলভীবাজার

কমলগঞ্জে বাজার থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে ছমির মিয়া (৪২) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের মোকাম বাজারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পেছন থেকে এই লাশ উদ্ধার করা হয়। 

নিহত ছমির মিয়া কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শতিজির গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি। তিনি বলেন, ‘লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তাঁর পরিবারের সদস্যরা বলেছেন ছমির অতিরিক্ত মদ পান করতেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শমশেরনগর ইউনিয়নের মোকাম বাজারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পেছনে ছমির মিয়ার লাশ দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় তাঁরা বিষয়টি শমশেরনগর পুলিশ ফাঁড়িতে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য সানোয়ার হোসেন বলেন, ‘রিকশাচালক ছমির মিয়া প্রায় মদপান করতেন। তাঁর একাধিক স্ত্রী রয়েছেন বলে শুনেছি। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ আমরা এখনো জানতে পারিনি।’

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার