হোম > সারা দেশ > সিলেট

শাবিতে ক্যাম্পাসে ঢুকতে শিক্ষার্থীদের বাধা পুলিশের, সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও শাবিপ্রবি প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবি এবং সারা দেশে বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে একযোগে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউনের’ ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আন্দোলনের অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের হ্যান্ড মাইক অচল করে দেয়। 

বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন। তবে এ সময় অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলের সুযোগ করে দেন শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে ঢুকতে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় প্রধান ফটকের সামনে অবস্থান নেন ডিবি, কুইক রেসপন্স টিমসহ (সিআরটি) পুলিশের বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক সদস্য।

এ সময় পুলিশের উপস্থিতি লক্ষ্য করে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে টহল দেওয়া র‍্যাব ও বিজিবির একাধিক টহল টিমকে উদ্দেশ্য করেও শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেন।

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জাতীয় নির্বাচনের আগে শাকসু না হলে শাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম