হোম > সারা দেশ > সুনামগঞ্জ

শাল্লায় প্রাণিসম্পদ প্রদর্শনীর বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

গতকাল বুধবার প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন খাতে ২ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ অনুযায়ী অনুষ্ঠান না করে লোক দেখানো আয়োজনের মাধ্যমে বরাদ্দের টাকা আত্মসাৎ করা হয়েছে বলে  প্রাণিসম্পদ কর্মকর্তা তপন কান্তি পালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। 

জানা গেছে, প্রতিবছর এই প্রদর্শনী অনুষ্ঠানের নামে লাখ লাখ টাকা বরাদ্দ আসলেও টাকার কোনো হদিস পাওয়া যেত না। এ বছর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কঠোর নির্দেশনায় অনুষ্ঠান আয়োজন করা হয়। তবুও অনুষ্ঠানের এমন দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। 

প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়,  প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর প্যান্ডেলের জন্য ৬৯ হাজার ৫০০ টাকা, অনুষ্ঠানে আসা খামারিসহ বিভিন্ন পেশার ৩০০ জন লোকের খাবারের জন্য ৬০ হাজার টাকা, ৫০ জন স্পেশাল অতিথির জন্য ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়। এ ছাড়া ভ্যাকসিন ও মেডিসিনের জন্য ৫ হাজার টাকা, পশুপাখি নিয়ে আসার পরিবহন খরচের জন্য আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে। 

অপরদিকে, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণসহ বিভিন্ন খাতে মোট ২ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এসব বরাদ্দ দেওয়ার পরও অনুষ্ঠানটি জাঁকজমকভাবে পালন করা হয়নি। কাগজে কলমে বিভিন্ন খাতে বরাদ্দের ব্যয় দেখানো হলেও বাস্তবে কোনো মিল পাওয়া যায়নি। অনুষ্ঠানের ডেকোরেশন বাবদ পাহাড়পুর টুডে ডেকোরেটার্সের নামে ৬৯ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেখানো হয়েছে। 

পাহাড়পুর টুডে ডেকোরেটার্সের মালিক দিজেন দাসের সঙ্গে কথা হলে তিনি বলেন, ২৭ হাজার টাকায় শাল্লা প্রাণিসম্পদ প্রদর্শনীর অনুষ্ঠানের প্রোগ্রাম করা হয়েছে। এমনকি ৩০০ জন লোকের খাবারের বরাদ্দ থাকলেও কোনো কিছুই দেওয়া হয়নি। ৫০ জন স্পেশাল অতিথির জন্য ২০ হাজার টাকা বরাদ্দ থাকলেও কিছুরই আয়োজন করা হয়নি। ভ্যাকসিন, মেডিসিন ও খামারিদের পরিবহন খরচ দেওয়ার কথা থাকলেও টাকা দেওয়া হয়নি। 

এ বিষয়ে উপজেলা  প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রদর্শনী অনুষ্ঠানের সদস্যসচিব তপন কান্তি পাল বলেন, বরাদ্দ অনুযায়ী সকল বিল পরিশোধ করা হয়েছে। এখানে কোনো কারচুপি হয়নি। যারা অভিযোগ করছে তা সঠিক নয়। 

ডেকোরেটার্সের টাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৬৯ হাজার ৫০০ টাকা বরাদ্দ করা হয়। এ বরাদ্দ অনুযায়ী সকল টাকা ডেকোরেটার্স মালিককে দেওয়া হয়েছে। 

 প্রাণিসম্পদ প্রদর্শনী কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব বলেন, ইউএলও নিজের ইচ্ছেমতো সবকিছু করেছেন। আমি কমিটির সভাপতি অথচ আমাকে কিছুই অবগত করা হয়নি। 

ইউএনও আরও বলেন, এ বিষয় নিয়ে আমি জেলা  প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলব। 

তারেক রহমানের জনসভা: মিছিলের নগরী সিলেট

সিলেটে বিএনপির সমাবেশ শুরু

কানায় কানায় পূর্ণ মাঠ, প্রস্তুত মঞ্চ, অপেক্ষা ‘সিলেটের জামাইয়ের’

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জাতীয় নির্বাচনের আগে শাকসু না হলে শাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি