হোম > সারা দেশ > সিলেট

বালু ও পাথর খেকোদের হাত থেকে জাফলং চা-বাগান রক্ষায় মানববন্ধন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাটে বালু ও পাথর খেকোদের হাত থেকে ডাউকি নদীর পারসংলগ্ন চা-বাগান রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নবাসীর উদ্যোগে জাফলং ব্রিজে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

‘আমার বাগান আমার মা, ধ্বংস হতে দেব না’, ‘জাফলংবাসীর ঐতিহ্য, ধ্বংস হতে দেব না’, ‘অবৈধ পাথর ও বালু খেকোরা হুঁশিয়ার সাবধান’—এমন বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে কয়েক শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।

জাফলং চা-বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দিন খানের সভাপতিত্বে ও মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল হাসান মানববন্ধনে সঞ্চালনা করেন। এ সময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তি ছাড়াও চা-বাগানে বসবাসরত সর্বস্তরের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জাফলং চা–বাগান উত্তর সিলেটের অনন্য এক ঐতিহ্য। একটি চক্র জাফলং নদী থেকে দিনে–রাতে বালু তুলে বাগানকে ধ্বংস করছে। ফলে জাফলং ব্রিজসহ বাগান ধ্বংসের মুখে।

‘আপনারা দয়া করে আমাদের এ ঐতিহ্যকে রক্ষায় সবাই এগিয়ে আসুন। পাথর ও বালু খেকোদের দৌরাত্ম্যে এবং নদীভাঙনের কবলে ইতিমধ্যে এই চা–বাগানের প্রায় ৩০০ একর ভূমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন অবশিষ্ট যেটুকু রয়েছে সেটুকু রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে এক সময় এই চা-বাগানের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। কাজেই বিলীন হয়ে যাওয়ার আগে এই চা–বাগান রক্ষায় আপনারা যদি কোনো পদক্ষেপ না নেন, তাহলে আমরাও (চা–শ্রমিকেরা) আমাদের অস্তিত্ব রক্ষায় মিছিল, মিটিং, মানববন্ধনসহ লাগাতর আন্দোলন চালিয়ে যাব।’

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা