হোম > সারা দেশ > সুনামগঞ্জ

‘আশি বছরেও এমন শিলাবৃষ্টি দেখিনি’

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

সিলেট ও সুনামগঞ্জের পাশাপাশি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। আনুমানিক ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের বিশাল বিশাল সব শিলা পড়ে মানুষের ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়। গতকাল রোববার দিবাগত রাত ১২টা ৫০ মিনিট থেকে মিনিট পাঁচেক এ শিলা বৃষ্টি হয়। এত বড় আকারের শিলা পড়তে দেখে অনেকই আতঙ্কিত হয়ে পড়েন। 

উপজেলার বিভিন্ন গ্রামেই কালবৈশাখী ঝড়ের সঙ্গে এমন শিলাবৃষ্টি হয়। এতে বিভিন্ন জায়গায় ঘরবাড়ির টিন ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া শিলা পড়ে বাউসা ইউনিয়নে একটি সিএনজিচালিত অটোরিকশার কাচ ভেঙে গেছে। এদিকে ঝড়ে পৌর এলাকার বিভিন্ন বাড়ির ওপর গাছের ডাল ভেঙে পড়েছে।  

গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের বাসিন্দা আশিউর্ধ আব্দুল আজিজ বলেন, বয়স অনেক হলো, গত ৮০ বছরে এইরকম শিলাবৃষ্টি দেখিনি, একেকটা শিলার ওজন অনুমান করেছি ৩০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম হবে। প্রচণ্ড শব্দে মনে হয়েছিল ঘরের টিন ছিদ্র হয়ে যাচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করছেন। 

রাজনগর গ্রামের বাসিন্দা অলিউর রহমান অলি  বলেন, ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়। বৃষ্টি কমার পর হাতে নিয়ে অনুমান করি, ওজন হবে আধা কেজি। 

নবীগঞ্জ শহরের বাসিন্দা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সায়েদ আহমদ বলেন, ‘এমন ভয়াবহ তাণ্ডব আগে দেখিনি। হঠাৎ ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি। সত্যিই মুহূর্তটা ভয়ংকর ছিল। পরিবারের সবাইকে নিয়ে আতঙ্কে ছিলাম। আমার নিজের বাসা ও আশপাশের অনেক বাসায় গাছপালা ভেঙে পড়েছে।’

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১