হোম > সারা দেশ > সুনামগঞ্জ

‘আশি বছরেও এমন শিলাবৃষ্টি দেখিনি’

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

সিলেট ও সুনামগঞ্জের পাশাপাশি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। আনুমানিক ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের বিশাল বিশাল সব শিলা পড়ে মানুষের ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়। গতকাল রোববার দিবাগত রাত ১২টা ৫০ মিনিট থেকে মিনিট পাঁচেক এ শিলা বৃষ্টি হয়। এত বড় আকারের শিলা পড়তে দেখে অনেকই আতঙ্কিত হয়ে পড়েন। 

উপজেলার বিভিন্ন গ্রামেই কালবৈশাখী ঝড়ের সঙ্গে এমন শিলাবৃষ্টি হয়। এতে বিভিন্ন জায়গায় ঘরবাড়ির টিন ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া শিলা পড়ে বাউসা ইউনিয়নে একটি সিএনজিচালিত অটোরিকশার কাচ ভেঙে গেছে। এদিকে ঝড়ে পৌর এলাকার বিভিন্ন বাড়ির ওপর গাছের ডাল ভেঙে পড়েছে।  

গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের বাসিন্দা আশিউর্ধ আব্দুল আজিজ বলেন, বয়স অনেক হলো, গত ৮০ বছরে এইরকম শিলাবৃষ্টি দেখিনি, একেকটা শিলার ওজন অনুমান করেছি ৩০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম হবে। প্রচণ্ড শব্দে মনে হয়েছিল ঘরের টিন ছিদ্র হয়ে যাচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করছেন। 

রাজনগর গ্রামের বাসিন্দা অলিউর রহমান অলি  বলেন, ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়। বৃষ্টি কমার পর হাতে নিয়ে অনুমান করি, ওজন হবে আধা কেজি। 

নবীগঞ্জ শহরের বাসিন্দা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সায়েদ আহমদ বলেন, ‘এমন ভয়াবহ তাণ্ডব আগে দেখিনি। হঠাৎ ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি। সত্যিই মুহূর্তটা ভয়ংকর ছিল। পরিবারের সবাইকে নিয়ে আতঙ্কে ছিলাম। আমার নিজের বাসা ও আশপাশের অনেক বাসায় গাছপালা ভেঙে পড়েছে।’

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা