হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুইবিল সীমান্তে পাচারের সময় ৫০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
বিজিবি জানায়, সোমবার ভোরে সীমান্তের ১৯৭০/২ এলাকা থেকে গাঁজা জব্দ করা হয়। ভারতীয় সীমান্তের গুইবিল বিজিবি ক্যাম্পের সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।
এদিকে রবিবার রাত ৮টায় ১৯৭০/৩ এলাকা থেকে এক কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল আটক করে বিজিবি। তবে মোটরসাইকেল জব্দ করতে পারলেও মাদক ব্যবসায়ীদের আটক করতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করে গুইবিল বিজিবি ক্যাম্পের সুবেদার মো. মোস্তফা কামাল সোমবার জানান, আটককৃত মালামাল চুনারুঘাট থানায় মামলা পূর্বক জমা দেওয়া হয়েছে।