হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে প্রাথমিকের বই বিক্রির দায়ে প্রধান শিক্ষিকা কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি

নতুন বছরের বই বিক্রির দায়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে শায়েস্তাগঞ্জের মা ফিলিং স্টেশনের কাছে একটি ভ্যান গাড়ি থেকে বিভিন্ন শ্রেণির মোট ৩৯৪টি বই উদ্ধার করা হয়। এ সময় ভ্যানচালক ছইদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশকে জানান প্রধান শিক্ষক আয়েশা আক্তারের নির্দেশে বইগুলো দোকানে বিক্রির জন্য নিয়ে আসেন। পরবর্তী সময় এসআই ছাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশ প্রধান শিক্ষক আয়েশা আক্তারের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৯৬টি বই জব্দ করে। 

আয়েশা আক্তার পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, গত ২৭ ডিসেম্বর রেলওয়ে কলোনি প্রাথমিক বিদ্যালয়ে সংরক্ষিত গোডাউন থেকে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য ৭৫২টি বই সংগ্রহ করেন। কিছু বই বিতরণ করার পর বাকি বই বিক্রির জন্য নিজের হেফাজতে রাখেন। তিনি বই বিক্রির কথা স্বীকার করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বাদী হয়ে আয়েশা আক্তারের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ভ্যানচালক ছইদ মিয়াসহ তিনজনকে সাক্ষী করা হয়। 

শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মুর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ প্রধান শিক্ষক আয়েশা আক্তারকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে পাঠানো হয়। আদালত পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট