হোম > সারা দেশ > হবিগঞ্জ

প্রফেসর পরিচয়ে ফিজিওথেরাপিস্টের প্রতারণা, এক মাসের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

ফিজিওথেরাপিস্ট আব্দুর রহমান। ছবি: সংগৃহীত

প্রফেসর ও চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে ফিজিওথেরাপিস্ট আব্দুর রহমানকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আব্দুর রহমান মূলত একজন ফিজিওথেরাপিস্ট হলেও নিজেকে ‘প্রফেসর ডা. আব্দুর রহমান’ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের প্রেসক্রিপশন লিখে চিকিৎসা প্রদান করছিলেন।

এ বিষয়ে স্থানীয়দের মাঝে অসন্তোষ তৈরি হলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়।

অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করা এবং প্রতারণার মাধ্যমে রোগীদের বিভ্রান্ত করা দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত