হোম > সারা দেশ > হবিগঞ্জ

মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা, ক্যাব সভাপতির বাসায় হামলা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ক্যাব সভাপতির বাসায় হামলা। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জে মূল্যতালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ীকে ভোক্তা অধিদপ্তর জরিমানা করায় জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতির বাসায় হামলা-ভাঙচুর হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, রমজান ও ঈদ উপলক্ষে জেলা প্রশাসকের নির্দেশনায় বাজার মনিটরিং টিম গঠন করা হয়। গতকাল (সোমবার) বিকেলে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে নিরাপদ খাদ্য কর্মকর্তা, ক্যাব সভাপতি, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বাজার মনিটরিং করতে চৌধুরী বাজারে যান।

এ সময় বেশি মূল্যে সয়াবিন তেল বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিদপ্তর রকি এন্টারপ্রাইজের মালিক মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করে। এর জেরে ওই ব্যবসায়ী ক্যাব সভাপতি মো. দেওয়ান মিয়াকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালি ও প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

ওই দিন রাত অনুমান সাড়ে ১০টার দিকে মিজানুর রহমান ৮-১০ জন লোক নিয়ে পুরান মুন্সেফী এলাকায় দেওয়ান মিয়ার বাসায় হামলা চালায়। তারা গেট ভেঙে ঘরে প্রবেশ করে প্রায় তিন লাখ টাকার জিনিসপত্র ভাঙচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভুইয়া। এক বিবৃতিতে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট