হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জগন্নাথপুরে উপনির্বাচন: জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া বাকি চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম, জাতীয় পার্টির আতাউর রহমান, জমিয়ত উলামায়ে ইসলামের আব্দুল কাইয়ুম কামালি সিতু, স্বতন্ত্র প্রার্থী হারুন রাশীদ ও সৈয়দ তালহা আলম।

আজ রোববার যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আপিল করে মনোনয়নপত্র বৈধ করার চেষ্টা করব।’

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। অপর চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আপিল দাখিলের তারিখ ২ মে থেকে ৪ মে; নিষ্পত্তি ৭ মে; ৮ মে প্রত্যাহার। ৯ মে প্রতীক বরাদ্দ ও ২৫ মে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত