হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জগন্নাথপুরে উপনির্বাচন: জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া বাকি চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম, জাতীয় পার্টির আতাউর রহমান, জমিয়ত উলামায়ে ইসলামের আব্দুল কাইয়ুম কামালি সিতু, স্বতন্ত্র প্রার্থী হারুন রাশীদ ও সৈয়দ তালহা আলম।

আজ রোববার যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আপিল করে মনোনয়নপত্র বৈধ করার চেষ্টা করব।’

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। অপর চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আপিল দাখিলের তারিখ ২ মে থেকে ৪ মে; নিষ্পত্তি ৭ মে; ৮ মে প্রত্যাহার। ৯ মে প্রতীক বরাদ্দ ও ২৫ মে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা